বগুড়া জেলায় মহান বিজয় দিবস-২০১৯ যথাযথ মর্যাদার সাথে উদযাপন

১৭ ডিসেম্বর, ২০১৯

১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “মুক্তির ফুলবাড়ি” পুষ্পস্তবক অর্পণ করে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়। পুলিশ লাইন্সে মুক্তিযুদ্ধে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ চাঁন্দু স্টেডিয়ামে প্যারেডের অংশ হিসেবে অভিভাদন গ্রহন, প্যারেড পরিদর্শন করা হয়। বগুড়া জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীদের শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।







সর্বশেষ সংবাদ