বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ৩০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।
১৩ ডিসেম্বর, ২০১৯
এস,আই (নিরস্ত্র) মোঃ আনিছুর রহমান মোল্যা, সঙ্গীয় এ,এস,আই (নিঃ) মোঃ মোবারক হোসেন কং/১৪৮৮ মোঃ রফিকুল ইসলাম কং/৪৫১ মোঃ ইনছার আলী কং/১০৬৫ আরুপ কুমার , ড্রাইঃ কং/১৬২৭ মোঃ আশরাফুল ইসলাম ,সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ থানা, বগুড়াসহ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-৩২৪, তারিখ-১১/১২/২০১৯ খ্রিঃ মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালিন ইং-১২/১২/২০১৯ খ্রিঃ রাত্রী ০১.৩০ ঘটিকায় মোকামতলা বাসস্ট্যান্ডে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ছেড়ে আসা “ হাই-ট্রাভেলস্” পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১১-৮৪৫৩ তে করিয়া একজন মাদকব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে আসিতেছে। উক্ত এসআই সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১২/১২/২০১৯ খ্রিঃ রাত্রী ০২.১৫ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌঁছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের I-1আসনে যাত্রীবেসে বসে থাকা আসামী মোঃ জহুরুল ইসলাম @ কেকারু @ চকিদার এর দুই পায়ের মাঝ খানে ০১টি সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ৩০ (ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।