বগুড়া জেলার শিবগঞ্জ থানায় ৭০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার।
১৩ ডিসেম্বর, ২০১৯
এস,আই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ খান, সংগীয় এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, কং/১৩৮৩ মোঃ নিজম উদ্দিন, কং/৭৮৬ মোঃ জাহাঙ্গীর আলম, কং/১৭৬২ মোঃ রাকিবুল হাসান, ড্রাইঃ কং/১১৪৫ মোঃ মিজানুর রহমান, সকলেই শিবগঞ্জ থানা,বগুড়া সহ শিবগঞ্জ থানার জিডি নং-৪৩১, তারিখ-১১/১২/২০১৯ খ্রিঃ মূলে শিবগঞ্জ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং গাড়ী চেকিং ডিউটি করা কালিন ইং-১১/১২/২০১৯ তারিখ বেলা ১১.৩০ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন দেউলী ইউনিয়নস্থ বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, গোবিন্দগঞ্জ হইতে ছেড়ে আসা ঢাকাগামী “রিয়াদ স্পেশাল” যাত্রীবাহী বাস যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৫৫২৬ তে করিয়া দুইজন লোক আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল নিজেদের হেফাজতে লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত এসআই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অবস্থান করিয়া গাড়ী চেকিং ডিউটি করাকালিন ইং-১১/১২/২০১৯ তারিখ বেলা ১২.১০ ঘটিকার বর্ণিত বাসটি পৌঁছামাত্র সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় সংকেত দিয়া থামাইয়া উপস্থিত সাক্ষী উপস্থিতিতে আসামী ১। মোঃ তোফাজ্জল হোসেন (২৬), পিতা- মোঃ খাজের আলী, সাং- রশিদপুর (সাতানা) ২। মোঃ ছামিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ বেলাল, সাং- রশিদপুর (আলীহাট), উভয় থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাট দ্বয়ের হেফাজত হইতে সর্ব মোট (৫০+২০)= ৭০ (সত্তর) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।