বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ৪০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।
১২ ডিসেম্বর, ২০১৯
এস,আই (নিরস্ত্র) মোঃ শাহাদত হোসেন, সঙ্গীয় ফোর্স এ,এস,আই (নিঃ) মোঃ মোবারক হোসেন কং/৭৮০ মোঃ হাতেম আলী, কং/১০৪০ মোঃ মিজানুর রহমান কং/১৪৭২ মোঃ মতিউর রহমান , ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লাহ সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, জেলা- বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-২৯৭, তারিখ-১০/১২/২০১৯ খ্রিঃ মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে ইং-১১/১২/২০১৯ খ্রিঃ রাত্রি ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ঢাকাগামী “এসআর” পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১২-৮৯৯৫ তে করিয়া একজন লোক যাত্রী বেশে ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত এসআই সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১১/১২/২০১৯ খ্রিঃ রাত্রি ০১.১০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের তল্লাশী করিয়া আসামী ১। মোঃ হাবিবুর রহমান (৩০), পিতা-মৃত আঃ লতিফ, সাং-মন্ডলিপাড়া (মন্ডলপাড়া), থানা- পাবর্তীপুর, জেলা-দিনাজপুর এর হেফাজত ৪০ (চল্লিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হইয়াছে।