বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ আসামী গ্রেফতার

০৫ ডিসেম্বর, ২০১৯

বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ জিলালুর রহমান সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ টিটু শেখ (৪৬), পিতা- মৃত মোস্তাফিজ ওরফে চাঁন মিয়া স্থায়ী : গ্রাম- নামাজগড় (ক্রসলেন) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ ২. মোঃ রিজু (১৯), পিতা- মোঃ মোয়াজ্জেম হোসেন স্থায়ী : গ্রাম- বাদুরতলা (জনৈক ধলুর বাড়ীর ভাড়াটিয়া) উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়া, বাংলাদেশ  ৩. মোছাঃ রুনা বেগম (৩৩), পিতা- মৃত তোতা শেখ, স্বামী/স্ত্রী- মোঃ মোয়াজ্জেম হোসেন স্থায়ী : গ্রাম- বাদুরতলা (জনৈক ধলুর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াদেরকে ইং ০৩/১২/২০১৯ তারিখ ২২.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন বাদুরতলা গ্রামস্থ আসামী মোছাঃ রুনা বেগমের ভাড়া বাড়ী হইতে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ওজন ১০০০ মিঃ মিঃ সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১৬, তারিখ- ০৪ ডিসে, ২০১৯; জি আর নং-১২৯৯/১৯, তারিখ- ০৪ ডিসে, ২০১৯; সময়- সময় ০০.৩০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।







সর্বশেষ সংবাদ