
Posted Date
: 22 Nov 2019
Posted By
: Thana
বগুড়া জেলার গাবতলী মডেল থানায় ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার
২২ নভেম্বর, ২০১৯
অফিসার ইনচার্জ, গাবতলী মডেল থানা,বগুড়া স্যারের নেতৃত্বে এসআই মোঃ তারেক হোসেন সঙ্গীয় অফিসারদের সহায়তায় আসামী ১। মোঃ রিপন মিয়া (২৪) পিতা-মোঃ খাজা মিয়া সাং-মধ্যমারছেও থানা-গাবতলী, জেলা-বগুড়াকে ২১/১১/২০১৯ তারিখ ১৯.২০ ঘটিকার সময় গাবতলী থানাধীন মধ্যমারছেও গ্রামস্থ ধৃত আসামী রিপন মিয়ার টিনশেড বসত বাড়ী থেকে অনুমান ০৮ গজ পূর্ব দিকে কাঁচা গলি রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয় করাকালে হাতেনাতে ধৃত হয়। ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কোমড়ের কোচে (ডান দিকে) গোজানো অবস্থায় একটি ডার্বি সিগারেটের খালি প্যাকেটের মধ্যে রক্ষিত সাদা পলিথিন দ্বারা মোড়ানো লালচে রংয়ের সর্বমোট ০৮(আট) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার ওজন ০.৮ (শূন্য দশমিক আট) গ্রাম উদ্ধার করেন।
সর্বশেষ সংবাদ