
Posted Date
: 19 Nov 2019
Posted By
: Thana
বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে গাঁজা সহ আসামী গ্রেফতার
১৯ নভেম্বর, ২০১৯
বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে সদর থানায় কর্মরত এসআই মোঃ নূর আলম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ জাহের আলী (৫০), পিতা- মোঃ সাফাত মোল্লা , গ্রাম- ডেকরা (মধ্যপাড়া) , উপজেলা/থানা- বগুড়া সদর, বগুড়াকে ইং ১৮/১১/২০১৯ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ডেকড়া মধ্যপাড়াস্থ ধৃত আসামী মোঃ জাহের আলী (৫০) পিতা মোঃ সাফাত মোল্লা এর বাড়ীর ভিতর অঙ্গিনায় হইতে ৫০ পুড়িয়া গাঁজা ওজন ১০০ গ্রাম সহ আটক করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-৬২, তারিখ- ১৮ নভে, ২০১৯; জি আর নং-১২৩৬/২০১৯, তারিখ- ১৮ নভে, ২০১৯; সময়- সময় ০৯.৩০ মিনিট ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।
সর্বশেষ সংবাদ