রাজশাহী রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন এবং এলাকার সুধীজনদের সাথে বিশেষ মতবিনিময় সভায় যোগদান
১২ সেপ্টেম্বর, ২০২৪
১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ বেলা ১২.০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি জনাব মোঃ আলমগীর রহমান মহোদয় সিরাজগঞ্জ জেলায় আগমন করলে তাঁকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয়। ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় গত ৪ আগস্ট দুষ্কৃতিকারী কর্তৃক দেওয়া আগুনে পুড়ে যাওয়া এনায়েতপুর থানা ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে এনায়েতপুর অস্থায়ী থানা ও বেলকুচি থানা কম্পাউন্ডে এলাকার সুধীজনদের সাথে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে এনায়েতপুর ও বেলকুচি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ, জনাব নাহিদ আল আমিন, লেফটেন্যান্ট কর্নেল, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত, জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (কেপিআই), অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।