২০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০২ জন মাদক কারবারি আটক।
১২ ডিসেম্বর, ২০২৪
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ রুবেল মিয়া এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে ২৭/১১/২০২৪ খ্রিঃ সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন সয়দাবাদ ইউনিয়ন এর অর্ন্তগত মুলিবাড়ি চেকপোস্ট এর পাশে ট্রমা সেন্টার হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর সিএনজি হতে মাদক কারবারি ১. মোঃ মালেক (৪০), পিতা-মৃত আব্দুল মজিদ ও ২. মোঃ বকুল শেখ, পিতা-মৃত রঞ্জু শেখ উভয় সাং-চর মালসাপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয়কে আটকপূর্বক তল্লাশি করে ২০০ (দুইশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।