শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক একটি দেশীয় তৈরী সচল ওয়ান শুটার গান উদ্ধারসহ একজন কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

১৩ জুলাই, ২০২৪

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, শাহজাদপুর থানা এলাকাসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মোঃ মামুন প্রামাণিক শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ায় অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত গোয়েন্দা তথ্যের বিষয়টি সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়কে অবগত করলে তাঁর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম এর সার্বিক তত্বাবধানে এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সবুজ রানা এর নেতৃত্বে শাহজাদপুর থানার একটি চৌকস টিম উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ভোর রাত্রে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর উত্তর পাড়ার জনৈক মোঃ বাবুল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাড়াটিয়া একাধিক মামলার আসামী মোঃ মামুন প্রামাণিক কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে আটকপূর্বক নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে আসামী মোঃ মামুন প্রামানিক(২৮), পিতা-মোঃ পর্বত প্রামানিক, স্থায়ী:- গ্রাম-লাহিরী মোহনপুর, উপজেলা/থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ বলে উল্লেখ করে এবং তার শয়ন কক্ষের বিছানা নিচ থেকে একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান বের করে দেয়। উদ্ধারকৃত আলামত: ১. একটি দেশীয় তৈরি সচল ওয়ান শুটার গান। পরে অস্ত্রসহ গ্রেফতার করে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ধারা-19(a) The Arms Act, 1878; ধারায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।







সর্বশেষ সংবাদ