Police Station Image

About Thana

বাগমারা থানা স্থাপনের সালঃ ঘোষনা ১৮৬৯ খ্রি. , ভবন নির্মান ১৯৮৪ খ্রি.।

ইতিহাসঃ জেএলনং- ১৬৯ এর মধ্যে ২ নং খতিয়ানে পূর্ব পাকিস্থান প্রদেশের পক্ষে পুলিশ বিভাগ, রাজশাহী নামে সাবেক ৪৪০৫ নং দাগে থানায় জমির পরিমাণ ২.৩০ একর লিপিবন্ধ আছে এবং ৪৪০৬ নং দাগে জমির পরিমান .২৫ একর রেকর্ডভূক্ত আছে যাহাতে পোষ্ট অফিস রহিয়াছে। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে আর এস জরিপকালে সাবেক ৪৪০৫ দাগটির ২.৩০ একর জমি ৩ দাগে বিভক্ত করিয়া ৩টি হাল দাগের সৃষ্টি হইয়াছে। হালদাগ নং-৫০৫০ শ্রেনী ডাকবাংলো এর জমির পরিমাণ ০.৩৬ একর। হালদাগ নং-৫০৫১, শ্রেনী খাল এর জমির পরিমাণ ১.৫৪ একর এবং হালদাগ নং-৫০৫২, শ্রেনী ভিটা এর জমির পরিমান ০.৪০ একর।

ফাঁড়ি বা বিট এর তথ্যঃ অত্র থানা এলাকায় কোনো ফাঁড়ি বা বিট নেই। তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ক্যাম্প আছে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র,  তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং ঝিকরা পুলিশ ক্যাম্প।

Contact Info

অফিসার ইনচার্জ, বাগমারা থানা

০১৩২০-১২২৬৯৮

০৭২২২-৫৬০০৬

০৭২২২-৫৬০০৬

ocraj.bam@police.gov.bd