About Thana
থানা বা ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাসঃ মোহনপুর থানর মূল ভবন ১৫,১৯৫ টাকা ব্যয়ে ১৯২৬-১৯২৬ খ্রিঃ নির্মিত হয়েছে। গেজেট নোটিফিকেশন নাম্বার ৩৭৪৬ তারিখ-১৫/০৫/১৯৮৭ মোতাবেক মোট ১.৩৩ একর জমি অধিগ্রহন করা হয়েছে। পুরাতন ভবন নষ্ট হয়ে যাওয়ায় ২০০৮ সালে ৯০,০৭,৪২৭ টাকা ব্যয়ে নতুন ভবন ও সীমানা প্রাচীরের কাজ সম্পন্ন হয়েছে। থানা কম্পাউন্ডে অফিসার ইনচার্জ ও ০২ জন এএসআই এর জন্য ০২ টি সরকারী বাসা রয়েছে।
থানা ইউনিটের লোকেশন/ জিপিএস ইনফরমেশনঃ রাজশাহী টু নওগাঁগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে বাকশিমইল গ্রামে মোহনপুর থানা অবস্থিত। থানার পশ্চিম/দক্ষিণ পার্শ্বে বড়ইকুড়ি গ্রাম, উত্তরে মোহনপুর উপজেলা পরিষদ অবস্থিত।
Contact Info
ইন্সপেক্টর (তদন্ত), মোহনপুর থানা
01320-122647
mohanpurthana@gmail.com
অফিসার ইনচার্জ, মোহনপুর থানা
01320-122646
07226-56001
07226-56001
ocraj.moh@police.gov.bd