About Thana
থানা ও ইউনিটের সংক্ষিপ্ত ইতিহাসঃ বাঘা থানাটি ১৯৮৩ সালে স্থাপিত। থানার ভূমি ও ইমারত পুলিশ বিভাগের নিজ্বস সম্পত্তি। ১৯৮৩ সালে থানা ভবন মিলিক বাঘা মৌজায় স্থাপিত হয়। উক্ত মৌজার ৩৩৪ নং দাগে, .২৬৫০ একর, ৩৩৩ নং দাগে .৩০৫০ একর, ৩২০ নং দাগে .৪৫০০ একর, ৩১৭ নং দাগে .৫০০০ একর, ৩৩৫ নং দাগে .৩৭০০ একর, ৩১৯ নং দাগে .৩২০০ একর, ৩১৮ নং দাগে .৮০০০ একর, মোট ৩.০১ একর জমির উপর থানা ভবন অবস্থিত।
থানা ইউনিটের লোকেশন/জিপিএস ইনফরমেশনঃ মিলিক বাঘা, বাঘা রাজশাহী।
জুরিসডিকশন ম্যাপ ও এলাকার নামঃ পশ্চিমে বাঘা উপজেলা কোয়াটার, পূর্বে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, উত্তরে উৎসব পার্ক, দক্ষিনে বাঘা সাব-রেজিষ্ট্রী অফিস।থানার চার পাশে পাকা বাউন্ডারী ওয়াল। মিলি বাঘা, বাঘা, রাজশাহী।
ফাঁড়ি বা বিটের তথ্যঃ নাই।
Contact Info
অফিসার ইনচার্জ, বাঘা থানা
০১৩২০-১২২৭৭৬
০৭২৩৩-৫৬০১২
০৭২৩৩-৫৬০১২
ocraj.bag@police.gov.bd