About Thana
সাঁথিয়ার আয়তন ৩৩১.৫৬ বর্গ কিলোমিটার। এই থানার উত্তরে ফরিদপুর থানা ও শাহজাদপুর থানা, দক্ষিনে সুজানগর থানা, পূর্বে বেড়া থানা এবং পশ্চিমে পাবনা সদর ও আটঘরিয়া থানা । সাঁথিয়া থানার ইতিহাস পর্যালোচনায় জানা যায় বৃটিশ শাসনামলে লর্ড ওয়ারেন হেষ্টিংসের সময় ১৯১৯ সালে সাঁথিয়া থানার জন্ম। ১৯৬০ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খাঁনের শাসনামলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ১৯৮৩ সালে ১৪ সেপ্টেম্বর সাঁথিয়াকে থানায় উন্নীত করা হয়।
Contact Info
অফিসার ইনচার্জ, সাঁথিয়া থানা, পাবনা
01320-128794
ocsathiyapabna@police.gov.bd
ইন্সপেক্টর (তদন্ত), সাঁথিয়া থানা, পাবনা
01320-128795
ডিউটি অফিসার, সাঁথিয়া থানা, পাবনা
01320-128799