Police Station Image

About Thana

ঈশ্বরদী ২৪.১৫ উত্তর ও ৮৯.০৬৬৭˚ পূর্ব অক্ষাংশে অবস্থিত। ঈশ্বরদী থানার আয়তন ২৫৬.৯০ বর্গ কিলোমিটার। এর উত্তরে লালপুর থানা ও বড়াইগ্রাম থানা; দক্ষিণে কুষ্টিয়া সদর থানামিরপুর থানা এবং পদ্মা নদী। পূর্বে পাবনা সদর থানা ও আটঘরিয়া থানা। পশ্চিমে লালপুর থানা ও ভেড়ামারা থানা। ঈশ্বরদীতে ৭টি ইউনিয়ন ও ১২৩টি গ্রাম আছে। এখানে বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন আছে। বৃহত্তর এই থানাটি ১৯৯৫ সালে উদ্ধাবন করা হয়।

Contact Info

অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানা, পাবনা।

01320-128612

ocishwardipabna@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত) ঈশ্বরদী থানা, পাবনা।

01320-128613

ডিউটি অফিসার ঈশ্বরদী থানা, পাবনা্

01320-128617

০৭৩২৬-৬৩৩৯৬

ইনচার্জ, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি, ঈশ্বরদী থানা, পাবনা।

01320-128623