About Thana
বেড়া থানার উত্তরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা ও চৌহালি থানা, দক্ষিণে রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানা এবং রাজবাড়ী সদর থানা, পূর্বে সিরাজগঞ্জের চৌহালি থানা এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা (মানিকগঞ্জ)| দৌলতপুর থানা ও শিবালয় থানা এবং পশ্চিমে পাবনা জেলার সুজানগর থানা ও সাঁথিয়া থানা। ইংরেজ শাসনামলে জলদস্যু নিয়ন্ত্রণে প্রশাসনিক থানা ‘মথুরা’ যমুনার করালগ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেলে ১৮২৮ সালে যমুনার পশ্চিম উপকূলে বেড়া নামক স্থানে পুনঃস্থাপিত হয়। পরবর্তীতে ১৯৩৫ সালে বেড়া থানা উদ্বাধন হয়।
Contact Info
অফিসার ইনচার্জ বেড়া মডেল থানা, পাবনা ।
01320-128768
ocberapabna@police.gov.bd
ইন্সপেক্টর (তদন্ত) বেড়া মডেল থানা, পাবনা।
01320-128769
ডিউটি অফিসার বেড়া মডেল থানা, পাবনা।
01320-128773
০৭৩২৩-৭৫০০৮