About Thana
পাবনা জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার উত্তর পূর্বে ঐতিহাসিক চলনবিল অধ্যসিত ছায়া ঢাকা, পাখি ডাকা, শামত্ম অঞ্চল ফরিদপুর থানা। এ থানার উত্তরে ভাঙ্গুড়া ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা, পূর্বে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা, দক্ষিণে সাঁথিয়া ও আটঘরিয়া থানাএবং পশ্চিমে চাটমোহর ও ভাঙ্গুড়া থানা। ভৌগলিকভাবে ২৪০০৫’-২৪০১৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯০১৭-৮৯০২৭ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এর অবস্থান। এ থানার আয়তন ১৪৫.৪৭ বর্গ কিলোমিটার।
ফরিদপুর থানার পাবনা জেলার প্রাচীনতম থানার মধ্যে একটি। ২ জুলাই ১৯৮৩ তারিখে আপগ্রেডেড থানা (থানা) হিসেবে ঘোষিত হয়। ১৯২০ সালে এটি থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে এ থানা গঠিত। ফরিদপুর থানা নামকরণের বিষয়ে সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যায় না। তবে ধারণা করা হয় যে, বহু বছর আগে সুফি সাধক শেখ শাহ ফরিদ (র:) এ অঞ্চলে ভ্রমণে আসেন এবং এ থানার প্রাণকেন্দ্রে বসবাস করেন। এখানে তাঁর মাজার রয়েছে। প্রচলিত বিশ্বাস, সুফি সাধক শেখ শাহ ফরিদ (র:) এঁর নামানুসারে এ থানার নামকরণ করা হয়েছে ‘‘ফরিদপুর’’।
Contact Info
অফিসার ইনচার্জ, ফরিদপুর থানা, পাবনা
01320-128716
ocfaridpurpabna@police.gov.bd
ইন্সপেক্টর (তদন্ত), ফরিদপুর থানা, পাবনা
01320-128717
ডিউটি অফিসার, ফরিদপুর থানা, পাবনা
01320-128721
০৭৩২৫-৬৪০১১