Posted Date
: 21 Oct 2019
Posted By
: District
গুজব প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে জেলার সকল (১১টি) থানায়
২১ অক্টোবর, ২০১৯
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় গত ২০ অক্টোবর ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার মিথ্যা ও অপব্যাখ্যা দিয়ে কোন অপশক্তি যাতে নওগাঁ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে; সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। তিনি গুজব প্রতিহত করার জন্য জেলার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। নওগাঁ জেলায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে কেহ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ঘোষণা দেন। গুজব প্রতিরোধে নওগাঁ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষগণদের সাথে মতবিনিময় করেছেন এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ