Posted Date
: 14 Mar 2020
Posted By
: District
ধামইরহাট থানাধীন বল্লা গ্রাম হইতে একজনকে ১৩/০৩/২০২০ তারিখে রাত ০৮.০০ ঘটিকায় আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ আটক
১৪ মার্চ, ২০২০
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের দিক নিদর্শনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয়,এএসআই(নিঃ)/ মোঃ গোলাম রব্বানী পিপিএম , এএসআই(নিঃ)/ মোঃ সোহেল রানা, সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা কালে ধামইরহাট থানাধীন বল্লা গ্রাম হইতে একজনকে ১৩/০৩/২০২০ তারিখে রাত ০৮.০০ ঘটিকায় আমদানী নিষিদ্ধ ভারতীয় তৈরি ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল সহ আটক করেন। ধামইরহাট থানায় মামলা রুজু হয়েছে।
সর্বশেষ সংবাদ