সাপাহারে ৯০০ গ্রাম গাঁজা সহ আটক ২।

২৩ ফেব্রুয়ারী, ২০২০

নওগাঁর সাপাহারে সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ইং-২১/০২/২০২০ তারিখ বৃহস্পতিবার রাত্রী অনুমান ০৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিঘীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পোরশা উপজেলার নিতপুর (গোলাপগঞ্জ) গ্রামের আশরাফের ছেলে ফিরোজ (২৩) ও একই উপজেলার নিতপুর (মাষ্টারপাড়া) গ্রামের মন্টুর ছেলে সুমন (২২) কে ১ কেজি গাঁজা সহ হাতে-নাতে আটক করে। এ ব্যাপারে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।







সর্বশেষ সংবাদ