নওগাঁ সদর মডেল থানা থানা কর্তক মানব পাচারী চক্রের মূল হতা গ্রেফতার
১৭ জুলাই, ২০২১
ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ সিরাজুল ইসলাম (৪৫), মোঃ রহিদুল ইসলাম (৪৫), মোঃ আব্দুল লতিফ (৪৮), মোঃ ইউনুছ আলী (৩৫), মোঃ লুৎফর রহমান (৩৬), মোঃ বেলাল হোসেন (৩৩), মোঃ সৈয়দ আলী (৪৭), মোঃ ইয়াদ আলী মন্ডল (৫৫), মোঃ জয়নাল হোসেন (২২) অভিযোগ করেন যে, আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩০), পিতা-মৃত কমর উদ্দিন সরদার, ২। মোঃ আব্দুল খালেক (৫৫), পিতা-মৃত ইয়াকুব আলী সরদার, উভয় সাং-চক কালিদাস, ৩। মোঃ আবুল কালাম আজাদ (৪০), পিতা-মৃত মকবুল হোসেন, সাং-গোয়ালী, ৪। মোছাঃ রাবেয়া বেগম @ ভুদি (৪৮), স্বামী-মৃত কমর উদ্দিন, সাং-চক কালিদাস, সর্ব থানা ও জেলা-নওগাঁগণ সৌদি আরবে নিয়ে ভালো বেতনে চাকুরি দেওয়ার জন্য সৌদি প্রবাসী ১নং আসামী মোঃ সবুজ হোসেন এর প্ররোচনায় ও ষড়যন্ত্রে ২নং হইতে ৪নং আসামীগণ ৭৩,০০,০০০/- (তিয়াত্তর লক্ষ) টাকা নগদ গ্রহন করিয়া ভিকটিম মোঃ রুবেল হোসেন, মোঃ আয়নাল হোসেন, মোঃ হোসেন আলী, মোঃ জিয়াউর রহমান, মোঃ আইজুল মন্ডল, মোঃ জুয়েল ও মোঃ সাইদুল ইসলাম গনকে আরবে নিয়ে যায়। কিন্তু সৌদি আরবে নিয়ে যাওয়ার পরে বর্ণিত আসামীগণ আরো অজ্ঞাতনামা আসামীদের সহযোগীতায় কাজ করার কোন বৈধ কাগজপত্র প্রদান না করিয়া ভিকটিমদের সৌদি আরবে আটক রাখিয়া কোন পারিশ্রমিক ব্যতিত তাহাদের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি মূলক কাজ করাইতে বাধ্য করে। সকলের পাসপোর্ট ১নং আসামী মোঃ সবুজ হোসেন আটক রাখে। বর্ণিত আসামীগন ষড়যন্ত্র মূলক ভাবে আমার ছেলেসহ অন্যান্যদের সৌদি আরবে নিয়া আটক করতঃ আকামার (কাগজের বৈধ অনুমতি) করার কথা বলিয়া বিভিন্ন তারিখ ও সময়ে ভয়ভীতি দেখাইয়া টাকা নেয় এবং অন্যায় ভাবে জবরদস্তি মূলক শ্রম করায়। তাহাদের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানার মামলা নং-২২, তারিখ-১৭/০৭/২০২১ খ্রিঃ; ধারা-৭/৮/৯/১০ ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এর মামলা রুজু করতঃ ১নং আসামী ১। মোঃ সবুজ হোসেন (৩০), পিতা-মৃত কমর উদ্দিন সরদার, সাং-চক কালিদাস, থানা ও জেলা-নওগাঁকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।