নওগাঁ সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৯ জন ছাত্রশিবির সদস্য গ্রেফতার করে

২৬ নভেম্বর, ২০১৯

নওগাঁ সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর আলহেরা আন-নূর ফোরকানিয়া মক্তবে নওগাঁ সদর থানা ছাত্র শিবিরের সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৬) এর নেতৃত্বে আসন্ন হলি আর্টিজান মামলার রায়কে বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন বৈঠক করাকালীন গত ২৫/১১/২০১৯ খ্রিঃ সন্ধ্যা ১৮.০০ ঘটিকায় মোঃ আব্দুল্লা আল মামুন; পত্নীতলা থানা ছাত্রশিবির সভাপতি মোঃ রেজোয়ানসহ আরো ৭ জন ছাত্রশিবির সদস্য মোট ৯ জনকে গ্রেফতার করে। তারা নওগাঁ সদর মডেল থানার মামলা নং ২৬, তারিখ-১৩/১০/২০১৯ ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩ এর ৬(২) এর উপধারা (ঈ)(উ)/১২) এর তদন্তে প্রাপ্ত আসামী। তারা সকলেই জামায়েতের একনিষ্ট কর্মী। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।







সর্বশেষ সংবাদ