পুলিশ সুপার, নওগাঁ প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের নেতৃত্বে নওগাঁ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ এর জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা তদারকি

০৫ অক্টোবর, ২০১৯

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের শ্রদ্ধেয় অভিভাবক জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা পুলিশ নওগাঁ, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নিয়োজিত রয়েছে। এবছর নওগাঁ জেলায় মোট ৭৭৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো নওগাঁ জেলা, আছে পুলিশের ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার,র‌্যাব, সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা দ্বায়িত্ব পালন করছে। এছাড়াও উৎসবকে আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপের স্বেচ্ছাসেবী কর্মীরা কাজ করছে। বিষয়টি সার্বিক তদারকি করার জন্য পুলিশ সুপার, নওগাঁ প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের নেতৃত্বে নওগাঁ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন এবং প্রতিমা বির্সজন না হওয়া পর্যন্ত সকল স্তরের নিরাপত্তা তদারকি অব্যাহত থাকবে।







সর্বশেষ সংবাদ