Posted Date
: 04 Apr 2020
Posted By
: District
#মানবিক_পুলিশ_জনগণের_পুলিশ
০৪ এপ্রিল, ২০২০
মানবিক_পুলিশ_জনগণের_পুলিশ অদ্য ০৪/০৪/২০২০ খ্রীঃ তারিখে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের নিকট মেসেজ করে বদলগাছী থানাধীন জনৈক নারী করোনা ভাইরাস এর কারনে আয় রোজগার না থাকায় তার ০৫(পাঁচ)সদস্যর পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মর্মে জানান। মেসেজ পেয়ে পুলিশ সুপার, নওগাঁ মহোদয় তৎক্ষনাৎ ওসি, বদলগাছীকে ফোন করে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা পেয়ে ওসি, বদলগাছী সকাল ১১ ঘটিকায় নিজে তার বাড়ীতে উপস্থিত হয়ে ০১(এক)বস্তা চাউল, ০২(দুই) কেজি আলু, ০১(এক)কেজি ডাউল, ৫০০গ্রাম তেল তার হতে তুলে দেন।
সর্বশেষ সংবাদ