পুলিশ লাইন্স, নওগাঁ মাঠে মাস্টার প্যারেড,পুলিশ লাইন্স ড্রিল শেডে মার্চ ২০২০ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়

১৬ মার্চ, ২০২০

অদ্য ১৫/০৩/২০২০ খ্রিঃ তারিখে পুলিশ লাইন্স, নওগাঁ মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডের সালামি গ্রহণ করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়।প্যারেড শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরবর্তীতে, নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে মার্চ ২০২০ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম। বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ ফোর্সদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন সভাপতি মহোদয়। পুলিশ সুপার মহোদয় নওগাঁ জেলার মোটর‍যান বহরে নতুনভাবে যুক্ত দুইটা ডাবল কেবিন গাড়ির চাবি হস্তান্তর করেন ওসি সাপাহার ও পুলিশ লাইন্সকে। এছাড়াও তিনি পুলিশ লাইন্স নওগাঁ পুকুর থেকে উত্তোলনকৃত মাছ অফিসার ফোর্সদের মাঝে বিতরণ করেন।







সর্বশেষ সংবাদ