“টিম নওগাঁর প্রচেষ্টায় বাবা মা ফিরে পেল তাদের হারানো মানিক ওয়াশি বাবু (০৩)”

২০ নভেম্বর, ২০১৯

নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও রাতভর প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছোট শিশু মোঃ ইব্রাহিম ওয়াশি বাবু(০৩) কে মাত্র ১২ ঘন্টার মধ্যেই জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উক্ত সফল অভিযান পরিচালনায় নেতৃত্বে ছিলেন জনাব মোঃ রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), নওগাঁ। এছাড়াও সার্বিক সহযোগীতা এবং সরাসরি অংশগ্রহন করেন জনাব মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার, মান্দা সার্কেল, জনাব রব্বানী হোসেন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, ওসি ডিবি জনাব মোঃ সামস্দ্দুীন এবং সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। গত ১৯/১১/২০১৯ খিঃ রাত অনুমান ১৯.১৫ ঘটিকায় -মোঃ নাজমুল হক (৪৩) পিতা আলহাজ¦ মোঃ ইসরাইল মিয়া, সাং-পিরপুকুরিয়া, থানা-নিয়ামতপুর জেলা-নওগাঁ এর বড় ছেলে মোঃ লেভিন (৯) এর সাথে ছোট ছেলে মোঃ ইব্রাহীম ওয়াশি বাবু(০৩) তাদের ঘরে ল্যাাপটপে ছবি দেখছিল। এ সময় নাজমুল হক এর স্ত্রী মোছাঃ মাসুদা বেগম ছোট ছেলে মোঃ ইব্রাহিম ওয়াশি বাবুর খাবার আনার জন্য অন্য ঘরে যায় এবং বড় ছেলে তার দাদার ঘরে যায়। তখন ছোট ছেলে ইব্রাহিম ওয়াশি বাবু ঘরে একা ছিল। ছেলের খাবার নিয়ে নাজমুল হক এর স্ত্রী মোছাঃ মাসুদা বেগম রাত অনুমান ১৯.৩০ ঘটিকায় শয়ন ঘরে এসে দেখে তার ছোট ছেলে মোঃ ইব্রাহিম ওয়াশি বাবু (৩) তার শয়ন ঘরে নাই। বিষয়টি তিনি তার ¯^ামী মোঃ নাজমুল হককে মোবাইল ফোনে জানায়। একই দিন রাত ১৯.৪১ ঘটিকায় বাদীর মোবাইলে অজ্ঞাতনানা কে বা কারা ফোন করে বাদীকে বলে যে “তোর ছেলেকে নিয়ে গেলাম যা করার করিস” পুনরায় কে বা কারা বাদীকে রাত ১৯.৪৯ ঘটিকায় ও ১৯.৫১ ঘটিকায় ফোন করে বলে তার ছেলেকে নিয়ে গেছে এবং তার ভাইকেও দেখে নিবে। নাজমুল হক নিয়ামতপুর থানায় হাজির হয়ে উক্ত অভিযোগ করলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয়ের একান্ত প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনাব মোঃ রকিবুল আক্তার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), নওগাঁ এর নেতৃত্বে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জসহ মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ০৩ জনকে গ্রেফতার করে। পুলিশের অভিযান চলাকালীন অদ্য ২০/১১/২০১৯ খ্রিঃ ভোর অনুমান ০৬.০০ ঘটিকায় অজ্ঞাতনামা অপহরন কারীরা মামলার ভিকটিম মোঃ ইব্রাহিম ওয়াশি বাবু (৩) কে হাত পা বাধা অবস্থায় নিয়ামতপুর থানাধীন পীরপুকুরিয়া গ্রামে নজরুল ইসলাম এর বাড়ীর পশ্চিম দিকে ০১ কিঃ মিঃ দুরে মাঠের মধ্যে খাড়ির ধারে ফেলে রেখে যায়। পুলিশ উক্ত স্থান হতে ভিকটিম মোঃ ইব্রাহিম ওয়াশি বাবু (৩) কে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরবর্তিতে নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম মহোদয় শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করলে তাদের মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে উঠে। তাঁরা পুলিশ সুপার মহোদয়সহ টিম নওগাঁকে ধন্যবাদ জানিয়ে নিজ সন্তান নিয়ে ঘরে ফিরে যান। অপহরন সংক্রান্তে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার মামলা নং-২৭ তারিখ-২০/১১/২০১৯ খ্রিঃ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।







সর্বশেষ সংবাদ