Posted Date
: 14 Nov 2019
Posted By
: Thana
বিষ্ফোরক মামলার গ্রেফতারী পরোয়ানা ভূক্ত ০৪ (চার) জন পলাতক আসামী গ্রেফতার
১৪ নভেম্বর, ২০১৯
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ জনাব মো: নাসির উদ্দীন মন্ডল সাহেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ১২/১১/১৯ তারিখ রাত্রীকালীন অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ২০১৫ সালের বিষ্ফোরক দ্রব্য উপাদানাবলি ধারার ০৪ (চার) জন পলাতক আসামী ১. মো: রয়েল, পিতা- মো: মতলেবুর রহমান, সাং চামামুশরীভূজা, ২। মো: সোহেল রানা,পিতা- সাজু, সাং বারইপাড়া, ৩। মোস্তাক আলী, পিতা- মৃত একরাম আলী, সাং মুশরীভূজা, ৪। মো: দুরুল @ দুরুল চোর, পিতা- ডুম ফকির, সাং পুরাতন বারইপাড়া, সর্ব থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ