৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ ০১ জন আসামী গ্রেফতার
২৩ জুন, ২০২১
এসআই/মো: মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলাহাট থানার জিডি নং ৬৯৮, তারিখ-২০/০৬/২০২১ খ্রি. মূলে মোটর সাইকেল যোগে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে অত্র থানাধীন কলেজ মোড়ে অবস্থানকালে রাত্রী ২২.৫০ ঘটিকার সময় বিশ্বস্থ সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার বাদী জানিতে পারেন যে, অত্র থানাধীন গোহালবাড়ী ইউনিয়নের ফলিমারী বিলের নামক স্থানে খাসপাড়া গামী যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদক দ্রব্য গাঁজা নিয়ে রহনপুরের দিকে যাওয়ার জন্য অটোরিক্সা/সিএনজির জন্য দাঁড়িয়ে আছে। বাদী উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য রওনা হইয়া ইং ২০/০৬/২০২১ তারিখ রাত্রী ২৩.১০ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র থানাধীন গোহালবাড়ী ইউনিয়নের ফলিমারী বিলের নামক স্থানে খাসপাড়া গামী যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পাঁকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় একজনকে ধৃত করেন। স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত ব্যক্তির নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। সাক্ষীদের উপস্থিতিতে বাদী ধৃত আসামী মোঃ সাহাবুদ্দিন (৩৫) এর শরীর বিধি মোতাবেক তল্লাশী করিয়া আসামীর ডান হাতে থাকা গোলাপী রংয়ের শপিং ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫০ (তিনশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করেন। যাহার মূল্য অনুমান ৮,৭৫০ (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা। বাদীর কাছে থাকা ডিজিটাল নিক্তিতে উক্ত গাঁজার পরিমান করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাদী ইং ২০/০৬/২০২১ তারিখ রাত্রী ২৩.৩৫ ঘটিকার সময় উদ্ধারকৃত গাঁজা ও একটি গোলাপী রংয়ের শপিং ব্যাগ জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং তিনি নিজেও জব্দ তালিকা প্রস্তুতকারী হিসেবে স্বাক্ষর করেন। এসংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ এর ভোলাহাট থানার এফ আই আর নং-৯/৪৪, তারিখ- ২১ জুন, ২০২১; ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আশিকুল ইসলাম, বিপি-৯৪২০২২৬৮৩২