০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০১ টি মোবাইল ফোন সহ র্যাব কর্তৃক ০১ জন আসামী গ্রেফতার
১৭ জুন, ২০২০
ডিএডি/মোঃ আনছার আলী, নায়েব সুবেদার/জেসিও-৮৮১২ সিপিসি-১, র্যাব ক্যাম্প চাঁপাই: মোবা:01747-145757 টহল সিসি নং-৩১৪/২০২০ এবং জিডি নং-১৬৬, তাং-১৬/০৬/২০২০ ইং মোতাবেক সকাল ০৬:০৫ ঘটিকায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানার উদ্দেশ্যে রওনা হন। অভিযান পরিচালনার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট বাজারে ইং ১৬/০৬/২০২০ তারিখে সকাল ০৯:০০ ঘটিকার সময় অবস্থান করাকালে গোপন সংবাদের মাধ্যমে বাদী জানতে পারেন যে, ভোলাহাট থানাধীন জামবাড়ীয়া গ্রামস্থ বড় জামবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে মুদি দোকানে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বিক্রয় করিতেছে। বিষয়টি বাদী উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। ইং ১৬/০৬/২০২০ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন জামবাড়ীয়া গ্রামস্থ বড় জামবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে মুদি দোকানে পৌছানো মাত্র ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন।সাক্ষীদের উপস্থিতিতে মুদি দোকান তল্লাশি করিয়া দোকানের পূর্বপাশে দেয়ালের উপর থেকে (ক) ০১টি সবুজ রংয়ের টিস্যু কাপড়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ০১ (এক) টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাহার বাট, বডি, ব্যারেল সহ দৈর্ঘ্য ৭.৫” (সাত দশমিক পাঁচ) ইঞ্চি যাহার ককিং স্লাইডের দুই পাশে খাজকাটা দাগ আছে, পিস্তলের বাটের উভয় পার্শ্বে কাঠের গ্রীফ সংযুক্ত, যাহাতে হেমার, ট্রিগার, ফায়ারিং পিন সংযুক্ত (খ) ০১ (এক)টি লোহার তৈরি ম্যাগজিন দৈর্ঘ্য ৪.৪ (চার দশমিক চার) ইঞ্চি ধৃত আসামীর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত লুঙ্গির সামনের বাম পাশের কোমর হইতে ০১টি SAMSUNG DUOS মডেলের গোল্ডেন কালারের পুরাতন টাচ মোবাইল ফোন, যাহাতে ০১টি সিমকার্র্ড ও ০১ (এক)টি মেমোরী কার্ড সংযুক্ত (যাহা অস্ত্র কারবারীতে ব্যবহৃত) উদ্ধার করেন। সাক্ষীদের সামনে জিজজ্ঞাসাবাদে আটককৃত আসামী মোঃ আতিকুর রহমান @ আতিক (৩৩) অগ্নেয়াস্ত্র অবৈধভাবে সংগ্রহ পূর্বক বিক্রয়ের (সরবরাহ) উদ্দেশ্যে দোকানের ভিতর উল্লেখিত স্থানে গোপনে নিজ হেফাজতে রাখিয়াছে মর্মে সাক্ষীগনের সম্মুখে প্রকাশ্য বলে ও অকপটে স্বীকার করে। অতঃপর সাক্ষীদের উপস্থিতি ও সনাক্তমতে বাদী নির্দেশে এসআই মোঃ তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে ইং ১৬/০৬/২০২০ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় উদ্ধারকৃত আলামত সমূহ জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং ধৃত আসামীকে নিজ হেফাজতে গ্রহন করেন। জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং পিস্তল ও ম্যাগজিনের গায়ে কালো এবং সাদা অমোচনীয় কালী দিয়ে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। বাদী ধৃত আসামী সহ থানায় হাজরি হয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ বিষয়টি আমলে নিয়ে ভোলাহাট থানার এফ আই আর নং-৫/৫৭, তারিখ- ১৬ জুন, ২০২০; জি আর নং-৫৭/২০২০, তারিখ- ১৬ জুন, ২০২০; তারিখ ১৬ জুন, ২০২০; ধারা- The Arms Act ১৮৭৮ সালের 19 A রুজু করেন। মামলাটির তদন্ত কারী অফিসার শ্যামল কুমার সরদার, বিপি নং ৭৬৯৫১০০৮০৬, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)