৪৫০ গ্রাম গাঁজা সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
১৫ জুলাই, ২০২১
বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভোলাহাট থানার জিডি নং ৮৮৪, তারিখ-১৫/০৭/২০২১ খ্রি. মূলে মোটর সাইকেল যোগে অত্র থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে অত্র থানাধীন কলেজ মোড়ে অবস্থানকালে দুপুর ১৪.৪৫ ঘটিকার সময় বিশ্বস্থ সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, অত্র থানাধীন বটতলা গ্রামস্থ জনৈক বশির আহমেদ এর খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদক দ্রব্য গাঁজা নিয়ে রহনপুরের দিকে যাওয়ার জন্য অটোরিক্সা/সিএনজির জন্য দাঁড়িয়ে আছে। বাদী উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য রওনা হইয়া ইং ১৫/০৭/২০২১ তারিখ বিকাল ১৫.০৫ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র থানাধীন বটতলা গ্রামস্থ জনৈক বশির আহমেদ এর খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পাঁকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীকে ধৃত করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। সাক্ষীদের উপস্থিতিতে বাদী ধৃত আসামী মোঃ জেম আলী (২৪) এর শরীর বিধি মোতাবেক তল্লাশী করিয়া আসামীর পরিহিত লুঙ্গির পেছনে ট্যামড়ে গোঁজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৫০ (চারশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করেন। যাহার মূল্য অনুমান ১৩,৫০০/- (তেরো হাজার পাঁচশত) টাকা। বাদীর কাছে থাকা ডিজিটাল নিক্তিতে উক্ত গাঁজার পরিমাপ করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাদী ইং ১৫/০৭/২০২১ তারিখ বিকাল ১৫.৩৫ ঘটিকার সময় উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং বাদী নিজেও জব্দ তালিকা প্রস্তুতকারী হিসেবে স্বাক্ষর করেন। বাদীর এজাহার মোতাবেক অফিসার ইনচার্জ, ভোলাহাট থানা, চাঁপাইনববাগঞ্জ মামলা নং ০৫, তারিখ- ১৫ জুলাই, ২০২১; ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করেছেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নিরস্ত্র মোঃ আশিকুল ইসলাম ইসলাম, বিপি নং 9420226832, মোবাইল নং 01737476497