ভোলাহাট থানা পুলিশ কর্তৃক ২৫০ গ্রাম গাঁজা সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার

১০ নভেম্বর, ২০১৯

ইং ০৮/১১/১৯ তারিখ এসআই/মোঃ আব্দুস সালাম সঙ্গীয় কং/১৮১ মোঃ কামাল হোসেন, কং/৬৭৬ মোঃ হাবিবুর রহমান সকলে ভোলাহাট থানা চাঁপাইনবাবগঞ্জ এবং ধৃত আসামী-১। মোঃ রয়েল (২৭), পিতা- মোঃ নুফুল, সাং কানারহাট শাহাপাড়া, ২। মোঃ ওমর ফারুক (২৪), পিতা- মোঃ জুল্লু শেখ, সাং বজরাটেক, উভয় থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়ের হেফাজত হতে ২৫০ গ্রাম গাঁজা এবং জব্দ তালিকাসহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদী সঙ্গীয় ফোর্সসহ ভোলাহাট থানার জিডি নং ৩০২, তারিখ- ০৮/১১/১৯ খ্রি. মূলে অত্র থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার/গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে অত্র থানাধীন ফলিমারী মোড়ে অবস্থানকালে ইং ০৮/১১/২০১৯ তারিখ-বিকাল ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা নিয়ে খাসপাড়া মোড়ে অবস্থান করিতেছে। বাদী উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত বাদী সহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে খাসপাড়া মোড়ে গিয়ে সোর্সের দেওয়ার তথ্যের সাথে মিল পাইয়া অত্র থানাধীন ফতেপুর গ্রামস্থ খাসপাড়া মোড়স্থ তফিজুল ইসলাম এর পান দোকানের সামনে পাকা রাস্তা উপর হতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ০৮/১১/১৯ তারিখ বিকাল ১৬.৪৫ ঘটিকার সময় দুইজনকে ব্যক্তিকে ধৃত করেন। ধৃত ব্যক্তিদ্বয়কে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে তারা তাদের নাম ঠিকানা প্রকাশ করে।  স্বাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী রয়েল এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিলে তার বাম হাতে থাকা লাল রংয়ের শপিং ব্যাগে (যাহার গায়ের নিলয় ফ্যাশন লেখা আছে) রক্ষিত সাদা পলিথিন দ্বারা মোড়ানো ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা মূল্য অনুমান ৬০০০/= (ছয় হাজার) টাকা এবং ধৃত আসামী ওমর ফারুক এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত গ্যাবাডি প্রান্টের সামনের ডান পকেট হতে সাদা পলিথিনের মধ্যে রক্ষিত ১০০ (একশত) গ্রাম গাঁজা মূল্য অনুমান ৪০০০/= (চার হাজার) টাকা, সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১০০০০/- (দশ হাজার) টাকা আসামীদ্বয়ের বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করেন। বাদী আসামীদের থানায় আনিয়া এজহার দায়ের করিলে অফিসার ইনচার্জ মামলা নং ০৬, তারিখ ০৮/১১/১৯ খ্রি:, ধারা- ৩৬(১) এর ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই/রাজু আহমেদ।







সর্বশেষ সংবাদ