০১ টি বিদেশী পিস্তল ০৫ রাউন্ড গুলি সহ র‌্যাব কর্তৃক ০২ জন ভারতীয় আসামী গ্রেফতার

০৭ নভেম্বর, ২০১৯

বাদী এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী ভুইয়া সঙ্গীয় টহল কমান্ডার (ডিএডি) মোঃ আবু তালেব, এএসআই (নিঃ) মোঃ বাদশা সিপাই, মহিলা সিপাহী/১৯১৭১০৩ মোছাঃ লাভলী বেগম (০১৭৪১-২৬৩০৬৮), মহিলা সিপাহী/১৯১৭০৯৪ মোছাঃ খালেদা খাতুন (০১৭৩৮-৫২৬৮৬০), নায়েক/৬৯৫০৬ মোঃ নূর মোহাম্মদ, সিপাহী/১৯১১১৪৮ মোঃ সামছুল হক, ল্যান্স নায়েক/২০৪৮১ মোঃ শাহীন মিয়া, কনস্টেবল (ড্রাইভার)/৫২২ মোঃ আনিছুর রহমান সকলে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী ও ঘটনাস্থল হতে ধৃত আসামী ১। কলাবতী চৌধুরী (৪৫),  স্বামী- রাম বিলাস চৌধুরী, পিতা-মৃত মতি চৌধুরী, আসামী ২। রাম বিলাস চৌধুরী (৫৫), পিতা-মৃত রাম পরিয়াক চৌধুরী, উভয় সাং-ধুমবালু কলোনী, পোঃ গৌরামারী, থানা-হবিপুর, জেলা-মালদহ (ভারত) এবং ঘটনাস্থলে ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারমতে জব্দকৃত আলামত (ক) ০১টি  কমলা কালালের শপিং ব্যাগের ভিতর রক্ষিত সাদা কাগজ দ্বারা পেছানো ০১ (এক) টি কালো রংয়ের লোহার  তৈরী বিদেশী  পিস্তল, যার বাট বডি ও ব্যারেল দৈর্ঘ্য ০৮" (আট ইঞ্চি), যাতে হেমার, ট্রিগার সংযুক্ত, গ্রীপের উভয় পাশে ফাইবার সংযুক্ত, যাহার ডানপাশে 7.65 MM   এবং বাম পাশে ইংরেজিতে খোদায় করা পাখির চিহ্ন সহ MADE IN U.S.A ও ব্যারেলের গায়ে ইরেজিতে ONLY ARMY SUPPLAY, লেখা আছে (খ) লোহার তেরী কালো রংয়ের ম্যাগাজিন ০১ (এক)টি,  যার দৈর্ঘ্য ৪.৫" (চার দশমিক পাঁচ ইঞ্চি) (গ) পিস্তলের গুলি ০৫ (পাঁচ) রাউন্ড যার দৈর্ঘ্য ২.৫ সেঃমিঃ, যার পিছনে ইংরেজিতে খোদায় করা KF 7.65 লেখা আছে, (যার পিছনে সামান্য দাগ পরিলক্ষিত) সহ থানায় হাজির হয়ে বর্ণিত ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করেন যে, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহী এর এর টহল সিসি নং-৭৩৬/১৯, জিডি নং-৬২, তাং-০৬/১১/২০১৯ ইং মোতাবেক দুপুর ১২:৩০ ঘটিকায় সরকারী গাড়ীযোগে উল্লেখিত র‌্যাব সদস্য সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য বাহির হন। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ভোলাহাট থানাধীন উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স সামনে অবস্থানকালে  বেলা ১৪.০০ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ৩নং দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামস্থ মোঃ আব্দুল কাশেমের বাড়ীর ১০০ গজ দক্ষিনে  পোল্লাডাঙ্গা বিজিবি ক্যাম্প হইতে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে  কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য  ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করতঃ সংগীয় অফিসার ফোর্সসহ সরকারী গাড়ীযোগে উক্ত ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ৩নং দলদলী ইউনিয়নের ময়ামারী  গ্রামস্থ মোঃ আব্দুল কাশেমের বাড়ীর ১০০ গজ দক্ষিনে  পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প হইতে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে  বেলা ১৪.৩০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি (০১ জন পুরুষ ও ০১ জন মহিলা) দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমার সঙ্গীয় র‌্যাব সদস্য মহিলা সিপাহী/১৯১৭১০৩ মোসাঃ লাভলী বেগম ১নং আসামী কলাবতী চৌধুরী (৪৫) কে তার ডান হাতে থাকা ০১ টি কমলা রংয়ের শপিং ব্যাগসহ আটক করে এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় আমি ২নং আসামী রাম বিলাস  চৌধুরী (৫৫ ) কে উক্ত ঘটনাস্থল আটক করেন। সাক্ষীদের উপস্থিতিতে অত্র মামলা আলামত গুলি জব্দ করেন এবং থানায় আসিয়া এজাহার করেন। বাদীর এজাহারের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সাহেব ০১। ভোলাহাট থানার মামলা নং- ০৪, তাং- ০৬/১১/১৯ ইং ধারা- ১৮৭৮ সালের Arms Act এর 19-A/19 (F) ০২। ভোলাহাট থানার মামলা নং- ০৫, তাং- ০৬/১১/১৯ ইং ধারা- বাংলাদেশ (কন্ট্রোল অব এন্ট্রি) এ্যাক্ট ১৯৫২ এর ৪ ধারা রুজু করেন। মামলা ০২ টির তদন্তকারী কর্মকর্তা এসআই/শ্রী শ্যামল কুমার সরদার। তদন্ত অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ