চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

০৫ নভেম্বর, ২০১৯

অদ্য ০৫/১১/১৯ খ্রিঃ সকাল ১০.০৫ ঘটিকায় নাচোল থানাধীন এশিয়ান স্কুল এন্ড কলেজ হল রুমে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্টুডেন্টস্ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ, নাচোল। প্রধান অতিথি তাহার বক্তব্যে "পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, জুয়া ও সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশকে সহায়তার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা পলন করার জন্য আহ্বান জানান। সভাটি ১১.৩০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। 







সর্বশেষ সংবাদ