চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত।
২৭ অক্টোবর, ২০১৯
কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে নাচোল থানার উদ্যোগে অদ্য ২৬/১০/২০১৯ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে। র্যালী শেষে নাচোল উপজেলা অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”। উক্ত আলোচনা সভায় অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা, নাচোল থানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আব্দুল কাদের, চেয়ারম্যান, নাচোল উপজেলা, জনাব সাবিহা সুলাতানা, উপজেলা নির্বাহী অফিসার, নাচোলসহ কমিউনিটি পুলিশিং এর সম্মানিত সদস্যগণ। বক্তারা সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য প্রদান করেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ থানা পুলিশের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ইতোপূর্বে অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।