ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার।
২৪ জানুয়ারী, ২০২২
গত ২০-১-২০২২খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার দিকে শিবগঞ্জ থানাধীন কানসাট ইউনিয়নের অন্তগত পুঠিমারী বিলে আখক্ষেতের মধ্যে একটি মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মৃতদেহটি বেনু সিংহ (৪০), পিতা-মৃত বীরেন সিংহ, সাং-বহরমপুর (তাঁতিপাড়া), থানা+জেলা-চাঁপাইনবাবগঞ্জ বলে পরিচয় সনাক্ত করে। পরবর্তীতে মৃতের ভাই কৃষ্ণ সিংহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অপহরন করে হত্যা ও লাশ গুমের এজাহার দায়ের করলে শিবগঞ্জ থানার মামলা নং-৩২, তাং-২০-১-২০২২খ্রিঃ, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান এর উপর অর্পন করা হয়। মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান মামলাটির তদন্তভার গ্রহণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এএইচ এম আব্দুর রকিব, পিপিএম বিপিএম (বার), এর সার্বিক দিক নির্দেশনায়, জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল এর নেতৃত্বে এবং জনাব মোঃ ফরিদ হোসেন, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানার সার্বিক সহযোগীতায় সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আনাম, এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ আবুল হাশেম ও সঙ্গীয় ফোর্সসহ বিরতিহীন অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত আসামী শ্রী আনন্দ চন্দ্র সিংহ (৩২), পিতা-শ্রী বিভুতী চন্দ্র সিংহ, মাতা-শ্রীমতি উষারানী সিংহ, গ্রাম- চুনাখালি (হিন্দুপাড়া) , থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ২১-১-২০২২খ্রিঃ তারিখ বেলা ১2.০০ ঘটিকার সময় তার বসতবাড়ী হতে গ্রেফতার করেন। আসামীর দেওয়া স্বীকারোক্তি মতে আসামীসহ অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকা সহ রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরন ও হত্যা কাজে ব্যবহৃত মোটর সাইকেল, হাতুরী, নেহাল ও মৃত ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেন।