০১ টি বিদেশী পিস্তল ০৫ রাউন্ড গুলি ও ০১ টি শুটার গান ও ০২ রাউন্ড গুলি সহ র্যাব কর্তৃক ০১ জন আসামী গ্রেফতার
১৬ ফেব্রুয়ারী, ২০২০
অত্র মামলা বাদী এসআই (নিঃ)/মোঃ আলী হোসেন, বিপি-৭৮৯৭০৭৫২২৬ সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী মোবাইল-০১৭১৬৮৮৪৪৪৭ সহ সঙ্গীয় অফিসার ফোর্স জিডি নং-৩২৯, পিসিসি নং-১০৭/২০, তাং-১৫/০২/২০২০ ইং মোতাবেক ১৪.২০ ঘটিকায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানে ভোলাহাট থানাধীন বড়গাছী বাজারে অবস্থানকালে ১৯.২০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের মাধ্যমে অত্র মামলার বাদী জানতে পারেন যে, ভোলাহাট থানাধীন আন্দিপুর গ্রামস্থ জনৈক মোঃ মজিবুর রহমান এর আমবাগানের পশ্চিম পাশে পাঁকা রাস্তায় একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের সংবাদ পাইয়া ইং ১৫/০২/২০২০ তারিখ ১৯.৩০ ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন আন্দিপুর গ্রামস্থ জনৈক মোঃ মজিবুর রহমান এর আমবাগানের পশ্চিম পাশে পাঁকা রাস্তা উপর দাড়িয়ে থাকা একজন ব্যক্তিকে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগসহ দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলেই আটক করেন। সাক্ষীদের উপস্থিতিতে আটক ব্যক্তিকে সহ তার কাছে থাকা ব্যাগ বিধি মোতাবেক তল্লাশী করিয়া ডান হাতে থাকা ০১ (এক) টি খাকি-লাল রংয়ের ENER-G লেখা কাপড়ের শপিং ব্যাগের মধ্যে থাকা কালো রংয়ের পলিথিনে রক্ষিত (র) ০১ (এক)টি লোহার তৈরী কালো রংয়ের পিস্তল, যার বাটের উভয় পার্শ্বে খয়েরী রংয়ের ফাইবারের গ্রীপ সংযুক্ত যাহার বডির এক পাশে MADE ITLY, U.S.A, ও পাখি আকৃতির খোদাই করা আছে এবং বডির অপর পাশে খোদাই করা অস্পষ্ট কিছু লেখা আছে। পিস্তলের প্রতিটির দৈর্ঘ্য ৮ (আট) ইঞ্চি, যাতে হেমার, ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত, পিস্তলের ০২ (দুই) টি ম্যাগজিন, যার প্রতিটি ম্যাগাজিনের দৈর্ঘ্য ৪.৫ (চার দশমিক পাঁচ) ইঞ্চি এবং উক্ত খাকি-লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে থাকা কালো রংয়ের পলিথিনে রক্ষিত ০৫ (পাঁচ) রাউন্ড পিস্তলের গুলি যার প্রতিটি গুলির পিছনে KF ও ৭.৬৫ লেখা আছে। (রর) ০১ (এক) টি লোহার তৈরী সিলভার রংয়ের ওয়ান শুটারগান যার দৈর্ঘ্য ১০.৪ (দশ দশমিক চার) ইঞ্চি যাতে হেমার, ট্রিগার ও ফায়ারিং পিন ও দুই পাশে কাঠের বাট সংযুক্ত। খাকি-লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে থাকা কালো রংয়ের পলিথিনে রক্ষিত ০২ (দুই) রাউন্ড শুটারগানের গুলি যার প্রতিটি গুলির পিছনে 8MM ও KF লেখা আছে। (ররর) ধৃত আসামী মুসলিম এর পরিহিত জ্যাকেটের ডান পকেটে থাকা পুরাতন কালো রংয়ের SYMPHONY, L25i মডেলের একটি মোবাইল ফোন, যাহাতে ০২ (দুই)টি সিম কার্ড ও মেমোরি কার্ড সংযুক্ত আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করেন। ঘটনাস্থলেই ইং- ১৫/০২/২০২০ তারিখ ২০.০০ ঘটিকায় সার্চ লাইট ও টর্চের পর্যাপ্ত আলোয় জব্দতালিকা প্রস্তুত করে জব্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন ও নিজেও স্বাক্ষর করেন এবং উদ্ধারকৃত আলামত পিস্তল, ওয়ান শুটারগান ও ম্যাগাজিনের গায়ে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে উপরোল্লিখিত অবৈধ অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে সাক্ষীদের সম্মূখে অকপটে স্বীকার করে এবং জানায়।অত্র মামলার বাদী থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব উহা আমলে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ এর ভোলাহাট থানার এফ আই আর নং-৬/২২, তারিখ- ১৫ ফেব্রু, ২০২০; জি আর নং-২২/২০২০, তারিখ- ১৫ ফেব্রু, ২০২০; সময়- রাত্রী ২২.৪৫ ঘটিকা ধারা- The Arms Act 1878 Gi 19 A রুজু করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার সরদার, বিপি-৭৬৯৫১০০৮০৬, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)