১৬৪ পিচ ইয়াবা সহ ০২ জন আসামী গ্রেফতার

১৬ ফেব্রুয়ারী, ২০২০

সহ সঙ্গীয় অফিসার ফোর্স  ভোলাহাট থানার জিডি নং- ৪২৬, তারিখ- ১২/০২/২০২০ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে অত্র থানাধীন বড়গাছী বাজারে অবস্থানকালে ইং ১২/০২/২০২০ তারিখ রাত্রী ১৯.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলা বাদী জানিতে পারেন যে, দুইজন মোটর সাইকেল আরোহী একটি নীল রংয়ের বাজাজ মোটর সাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহন করিয়া শিবগঞ্জ থানাধীন বাটার মোড় হতে ভোলাহাটের দিকে আসছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ ভোলাহাট থানা সাহেবকে আমাকে অত্র মামলার বাদীর নিকট প্রেরন করেন। আমি সহ অত্র মামলা বাদী ও সংঙ্গীয় ফোর্সসহ ইং ১২/০২/২০২০ তারিখ রাত্রী ১৯.৩৫ ঘটিকার সময় অত্র থানাধীন বড় জামবাড়ীয়া গ্রামস্থ মাইট্যাবান ব্রীজ সংলগ্ন জনৈক ফাইজুল ইসলাম আমবাগান সংলগ্ন পাঁকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকি। ইং-১২/০২/২০২০ তারিখ রাত্রী ১৯.৫৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া অ্ত্র মামলার বাদী ভোলাহাটের দিকে আসা একটি মোটর সাইকেল থামানোর সংকেত দিলে, সংকেত পাইয়া মোটর সাইকেলটি থামাইলে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০২ (দুই) জন ব্যক্তিকে ধৃত করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত ২নং আসামী আকবর আলী এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে রক্ষিত ৬৪ (চৌষট্টি) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেল এর পিছনে বসে থাকা ০১ নং আসামী শফিকুল এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করিয়া তার পরিহিত খাকী রংয়ের জ্যাকেটের বাম পকেটে থাকা কালো রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে রক্ষিত ১০০ (একশত) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১৬৪ (একশত চৌষট্টি) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান (৩০০×১৬৪)= ৪৯,২০০/- (উনপঞ্চাশ হাজার দুইশত) টাকা উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে অত্র মামলার বাদীর সঙ্গীয় অফিসার হিসেবে ইং ১২/০২/২০২০ তারিখ রাত্রী ২০.৩০ ঘটিকায় আসামীদ্বয়ের হেফাজত হতে উদ্ধারকৃত আলামত ১৬৪ (একশত চৌষট্টি) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট এবং আসামীদ্বয়ের ব্যবহৃত ০১ (এক)টি নীল রংয়ের BAJAJ, ১০০ সিসি মোটর সাইকেল যাহার চেসিস নং- D2DDDUZZRWH55223, ইঞ্জিন নং- DUMBRH74416, যাহার রেজিষ্ট্রেশন নং নবাবগঞ্জ-হ-১২-৭৯০১, মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করি এবং আমি নিজেও স্বাক্ষর করি। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় উক্ত ইয়াবা ট্যাবলেট গুলি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে মর্মে জানায় এবং অত্র জেলা সহ আশে পাশের জেলা হইতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া আনিয়া মাদক সেবিদের নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। অত্র মামলার বাদী থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব উহা আমলে নিয়ে ভোলাহাট থানার এফ আই আর নং-৪/২০, তারিখ- ১২ ফেব্রু, ২০২০; জি আর নং-২০/২০২০, তারিখ- ১২ ফেব্রু, ২০২০; সময়- রাত্রী ২২.৩০ ঘটিকা ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ, বিপি-৮৪১১১৩৭০১৩, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)







সর্বশেষ সংবাদ