১০০ বোতল ফেন্সিডিল, একটি মোটর সাইকেল এবং ০২ টি মোবাইল ফোন সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার
১৩ ডিসেম্বর, ২০১৯
এসআই/শ্যামল কুমার সরদার সঙ্গীয় কং/৬২৫ মোঃ আবু সাঈদ, কং/৪৭৪ মোঃ রুবেল মাহমুদ, কং/১৩৭ মোঃ আমিনুল ইসলাম, কং/৬৭৬ মোঃ হাবিবুর রহমান সকলেই ভোলাহাট থানার জিডি নং- ২০৮, তারিখ- ০৫/১২/১৯ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ইং-০৬/১২/১৯ তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া ভোলাহাটের দিকে আসা একটি মোটর সাইকেল থামানোর সংকেত দেন এবং ধৃত আসামীদ্বয় তাৎক্ষনিক ভাবে মোটর সাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালানোর সময় আমি সঙ্গীয় ফোর্সসহ ০২ (দুই) জনকে ধৃত করেন। ধৃত আসামী-১। মোঃ সারওয়ার জাহান (২২), পিতা-মোঃ সদরুল ইসলাম, মাতা- মোসাঃ রুবিয়ারা বেগম, সাং নামোটিকরী, (ইউনিয়ন-মোবারকপুর), ২। মোঃ বাদশা (২১), পিতা- মোঃ লাল চাঁন, মাতা- মোঃ পানতারা বেগম, সাং গোলাপবাজার (সরকারপাড়া), (ইউনিয়ন-দাইপুকুরিয়া), উভয় থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয় এর হেফাজত হইতে উদ্ধারকৃত ১০০ (একশত) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও একটি কালো রংয়ের PULSAR, ১৫০ সিসি মোটর সাইকেল যাহার চেসিস নং- MD2DHDHZZUCJ80520, ইঞ্জিন নং- DHGBUJ57047, নবাবগঞ্জ ল-১১-০৯৮৬, মূল্য অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং আসামীদের ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন ও জব্দ তালিকাসহ থানায় হাজির হইয়া এ সংক্রান্তে এসআই/শ্যামল কুমার সরদার ধৃত আসামী ও জব্দকৃত আলামত এবং জব্দ তালিকা প্রস্তুত করিয়া থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব এজাহারটি আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০২, তারিখ ০৬/১২/১৯ ইং, ধারা- 1974 সালের Special Power Act, 25-B (1)(b)/25 D রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জাহাঙ্গীর আলম।