৩০ বোতল ফেন্সিডিল ও ০১ (এক)টি চার্জার ভ্যান সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

০৫ ডিসেম্বর, ২০১৯

এসআই/শ্যামল কুমার সরদার সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ)/ মোঃ শুকুর আলী, কং/৬২৫ মোঃ আবু সাঈদ, কং/৬৭৬ মোঃ হাবিবুর রহমান সকলেই ভোলাহাট থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার জিডি নং- ৪৫, তারিখ- ০২/১২/১৯ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ইং ০২/১২/১৯ তারিখ সকাল ০৬.২৫ ঘটিকার সময় আমি সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানাধীন বড়জামবাড়ীয়া গ্রামস্থ লালটু মৃধা (৩৫) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী-১। মোঃ আবু বাক্কার সিদ্দিক (৩৫), পিতা- মোঃ মোজাফফর আলী, সাং দাইপুকুরিয়া, ইউনিয়ন, মোবারকপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর হেফাজত হইতে উদ্ধারকৃত ৩০ (ত্রিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, মূল্য অনুমান ৬০০/- টাকা করিয়া (৩০×৬০০)= ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা ও একটি যাত্রীবাহী চার্জার ভ্যান উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে জানান যে, উক্ত আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল গুলি পলাতক আসামী ২। মোঃ মনিরুল ইসলাম (৩৫) (ভ্যান চালক), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং দাইপুকুরিয়া, ইউনিয়ন- মোবারকপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর সহায়তায় চোরাচালানের মাধ্যমে অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আনয়নের কথা স্বীকার করে। এ সংক্রান্তে এসআই/শ্যামল কুমার সরদার  ধৃত আসামী ও জব্দকৃত আলামত এবং জব্দ তালিকা প্রস্তুত করিয়া থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ সাহেব এজাহারটি আমলে নিয়ে ভোলাহাট থানার মামলা নং ০১, তারিখ ০২/১২/১৯ ইং, ধারা- 1974 সালের Special Power Act, 25-B (1)(b)/25 D রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই/মো: আবদুস সালাম।







সর্বশেষ সংবাদ