ভোলাহাট থানা পুলিশ কর্তৃক উঠান বৈঠক উদযাপন

২১ নভেম্বর, ২০১৯

মাদক ও সামাজিক অপরাধমুক্ত ভোলাহাট গড়তে জিরো টলারেন্স নীতিতে পুলিশ বিভাগ কাজ করে যাচ্ছে। পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কোন অন্যায় সহ্য করা হবে না। ইং ১৯/১১/১৯ তারিখ রাতে  ভোলাহাট  দলদলি ইউনিয়ন চামামুশরীভূজা গ্রামে ‍"উঠান বৈঠক’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ নাসির উদ্দীন মন্ডল, অফিসার ইনচার্জ, ভোলাহাট থানা এসব কথা বলেন।       ভোহাহাট  দলদলী ইউনিয়ন চামামুশরীভূজা গ্রামে ‍"উঠান বৈঠক’ সভায়  বক্তব্য রাখেন, ভোলাহাট দলদলী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মো: মাজহারুল ইসলাম পুতুল, সমাজসেবক জনাব মো: মহিবুর মাষ্টার সহ প্রমুখ। এছাড়া ‘উঠান বৈঠক’ আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া নাগরিক ও জনপ্রতিনিধিরাও বক্তব্য রাখেন। এরমধ্যে  সড়ক আইন ২০১৮ গুরত্বের সাথে উঠে আসে। তাছাড়া মাদক, জঙ্গীবাদ, জুয়া, ইভটিজিং, চুরি ও বাল্যবিবাহের  কথা উঠে আসে।  প্রধান অতিথি জনাব মোঃ নাসির উদ্দীন মন্ডল, অফিসার ইনচার্জ, ভোলাহাট থানা বক্তাদের তুলে ধরা সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়ে বলেন, ‘সমাজকে বদলে দিতে হবে। সরকারি-বেসরকারি সকল সেক্টরকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। সকল নাগরিককে সড়ক  আইন  ২০১৮ মেনে চলার সংস্কৃতির পথে হাটতে হবে। পুলিশে কর্মরত প্রত্যেক সদস্য অনিয়ম ও দুর্নীতি মুক্ত করার চেষ্টা চলছে। সবার সহযোগিতায় দেশে মাদক, সন্ত্রাস ও জজ্ঞিবাদ মুক্ত করা হবে। এতে দেশের মানুষকে ভালো কাজে সহযোগিতা করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাইকে এক হতে হবে। উক্ত সভায় উপস্থিত লোকসংখ্যা প্রায় ২৫০/২৭০ জন।







সর্বশেষ সংবাদ