১৫ আগস্ট, ২০১৯ জাতীয় শোক দিবস পালন

জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষ্যে আয়োজিত “শোক র‌্যালি” শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা চত্ত্বর হতে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তন চত্ত্বরে সমাপ্তি ঘটে।

“শোক র‌্যালি” শেষে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম(বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়।

জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান মিলনায়তন-এ অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম খায়রুজ্জামান (লিটন), মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রাজশাহী, পুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী, অতিরিক্ত ডিআিইজি (অপরাধ ও অপারেশনস্), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহীসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage