৩০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০১ জন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে ২৬/১১/২০২৪ খ্রিঃ সকাল ০৭.৪৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন বহুলী ইউনিয়ন এর অর্ন্তগত ধোপাপাড়া গ্রামস্থ রহিমপুর কওমী মাদ্রাসার সামনে মোঃ কছির মুন্সির দোকানের পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে মাদক কারবারি মোঃ আল আমিন(৪৫), পিতা-মোঃ জয়নাল শেখ, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-কোবদাসপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জকে আটক করে তার দেহ তল্লাশিকালে পরিহিত কালো রংয়ের কোর্টের বাম পকেট হতে ০২টি নীল রংয়ের প্যাকেট থেকে ৩০০ (তিনশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ আল আমিন(৪৫) এর বিরুদ্ধে ০২টি দস্যূতা ও ০৫টি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage