১৬০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জ কর্তৃক ০১ জন মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সলঙ্গা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে ০৬/১২/২০২৪ খ্রিঃ বেলা ১১.৫০ ঘটিকার সময় সলঙ্গা থানাধীন রামারচর গ্রামস্থ রয়েল রুপালি হোটেলের দক্ষিণ পার্শ্বে মুন্নি স্টোরের সামনে এক লোক নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ে অবস্থান করাকালীন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ডিবির অফিসার ও ফোর্স এর সহায়তায় মাদক কারবারি ১. মোঃ হেলাল উদ্দিন @ লাল (৪২), পিতা-মশকার আলী @ লস্কার আলী প্রাং, সাং-হাট শহরীপুর, থানা ও জেলা-কুষ্টিয়াকে আটকপূর্বক তল্লাশি করে তার হাতে থাকা মশারির ভিতর হতে ১৬০০(এক হাজার ছয়শত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage