নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উৎসব উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপারের খেতুরীধাম পরিদর্শন

মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উৎসব উপলক্ষ্যে রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান খেতুরীধাম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো: আশরাফুল আলম ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো: সোহেল রানা-সহ রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ। খেতুরীধাম গৌরাঙ্গমন্দির পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, ২১-২৪ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলীতে খেতুরী ধামের মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে রাজশাহী জেলা পুলিশ সব ধরনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। তিনি আরও বলেন, এই উৎসব উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এই খেতুরীধামে। খেতুরীধাম গৌরাঙ্গ বাড়ি, রাধাগোবিন্দ মন্দির, তমালতলা স্নানঘাট ও ইসকন মন্দিরের সন্নিহিত এলাকাগুলোই আমরা কড়া নিরাপত্তা বসিয়েছি। উল্লেখ্য, এই তিরোভাব তিথি উৎসব সুষ্ঠু, সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যৈর মধ্য দিয়ে পালন করতে রাজশাহী জেলা পুলিশ ১০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা রক্ষায় ১৫ জন অ্যাডিশনাল এসপি ও এএসপি তদারকি করছে। খেতুরীধামে পূর্ণার্থীদের আগমন উপলক্ষে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ইউনিফর্ম পরিহিত পুলিশ, ডিবি, ডিএসবি, ট্রাফিক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে সম্মিলিতভাবে ৩ পালায় ২৪ ঘন্টায় নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। কোন দুষ্কৃতিকারী বা কোন অপরাধই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে, এজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage