লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আলি আযম, এএসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ শাহ আলম মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে ইং ২১/১০/২০২০ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকার সময় লালপুর থানাধীন হোসেনপুর বাজারস্থ জনৈক মোঃ সাহাবুল (৩৮), পিতা- মৃত সাদার প্রামানিক, সাং- হোসেনপুর, থানা- লালপুর, জেলা- নাটোর এর কিটনাশোক দোকানের পূর্বপাশে বড়ই বাগানের মধ্যে হইতে ৪৫ (পয়তাল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন-৪.৫০ (চার দশমিক পঞ্চাশ) গ্রাম, মূল্য অনুমান-৯,০০০/- টাকাসহ আসামী ১. (C1VXL) মোঃ শাকিল হোসেন (২১), পিতা- মোঃ ইদ্রিস ওরফে ইদু স্থায়ী : গ্রাম- হোসিনপুর (হোসেনপুর মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।