লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক সেবনকারী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় এটি.টি.এসআই /৯৭ মোঃ জাহাঙ্গীর হোসেন, কং/৩১০ মোঃ রাজিব হোসেন, কং/২৬০ মোঃ শামীম হোসেন ও ড্রাই কং/৮৬৫ মোঃ রতন মানিক সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালোনা করাকালে ইং ২১/১০/২০২০ তারিখ রাত্রী ১৮.১০ ঘটিকার সময়  লালপুর থানাধীন ওয়ালিয়া ট্রাফিক মোড় হইতে লালপুর গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে ওয়ালিয়া হাকিমুন্নেছা গার্লস কলেজের সামনে আসামী ১. (C1V42) মোঃ জুয়েল আলী (২৫), পিতা- মোঃ তমেজ আলী স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (পশ্চিম কারিগর পাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় নিয়মিত একটি মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage