সিংড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নূর-এ- আলম সিদ্দিকী বিপিএম এর নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক, এএসআই/এসএম সানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ সিংড়া থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকলে নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া ৭নং লালোর আসামীর বসত বাড়ী হইতে ইং ১২/১০/২০২০ তারিখে ০২টি সিআর সাজা পারিজারী ওয়ারেন্ট মূলে আসামী ১. মোঃ শাহীন হোসেন (), পিতা- মৃত সুজন আলী , স্থায়ী : ডাঙ্গাপাড়া, গ্রাম- ঢাকঢোর, উপজেলা/থানা- সিংড়া, নাটোর, বাংলাদেশ, থানা-সিংড়া জেলা-নাটোরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করেন।