সিংড়া থানার পুলিশ কর্তৃক ৭৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার.........

সিংড়া থানার  অফিসার ইনচার্জ মোঃ নূর-এ- আলম সিদ্দিকী বিপিএম এর নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) মোঃ আলেফ উদ্দিন, এটিএসআই/মোঃশাখাওয়াত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ সিংড়া থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকলে নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া কালিগঞ্জ সাকিনে কালিগঞ্জ বাজারস্থ তিন রাস্তার মোড়ে বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে ইং ০৩/১০/২০২০ তারিখে ১৬.৪০ ঘটিকার সময়  আসামী ১. (CSWRW) মোঃ আনারুল (৩৪), পিতা- মৃত- জসিমুদ্দিন স্থায়ী : গ্রাম- উজিরপুর, উপজেলা/থানা- শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ ২. (CSWTC) মোঃ ডলার (২৪), পিতা- মোঃ মোস্তফা স্থায়ী : গ্রাম- তালপট্রি, উপজেলা/থানা- শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ দ্বয়ের নিকট থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল  ৭৫ বোতলসহ হাতে নাতে গ্রেফতার পূর্বক অত্র সিংড়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ০১টি  মামলা রুজু হয় এবং তারপর আসামীদ্বয়কে বিজ্ঞ  আদালতে সোর্পদ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage