সিংড়া থানার পুলিশ কর্তৃক ০১ জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার.........

সিংড়া থানার  অফিসার ইনচার্জ মোঃ নূর-এ- আলম সিদ্দিকী বিপিএম এর নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) মোঃ মোজাম্মেল হক, এএসআই/সানোয়ার হোসেন সহ সঙ্গীয় অফিসার সিংড়া থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারী পরোয়ানা ডিউটি করাকলে নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া বাসস্ট্যান্ড এর ধৃত আসামী মোঃ মামুন প্রাং (৩৫), পিতা-মৃত এশরত প্রাং এর রুটির দোকানের সামনে পাকা রাস্তার উপর ইং ২৮/০৯/২০২০ তারিখে  ১. (CS852) মোঃ মামুন প্রাং (৩৫), পিতা- মৃত এশারত প্রাং স্থায়ী : গ্রাম- মহেশ চন্দ্রপুর, উপজেলা/থানা- সিংড়া, নাটোর, এর  কাছ থেকে ২০ (বিশ) গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার পূর্বক অত্র সিংড়া থানায় মামলায় ০১টি মাদক মামলা রুজু হয় ও তারপর বিজ্ঞ  আদালতে সোর্পদ করেন।







সর্বশেষ সংবাদ
DIG Homepage