লালপুর থানর অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই ফজলুল হক, এএসআই মোঃ শাহ আলম, এএসআই মোঃ মুক্তার হোসেন ইং 28/09/2020 তারিখ লালপুর থানাধীন চকনাজিরপুর পূর্বপাড়া গ্রামস্থ আসামী শ্রী সঞ্জয় কুমার (৩০), পিতা- মৃত বলরাম চন্দ্র এর বসত বাড়ী সংলগ্ন উত্তরে লেবু বাগানের মধ্যে হইতে কথিত ০১ (এক) টি কাঁচা গাঁজার গাছ, যাহার উচ্চতা ১০ (দশ) ফুট, ওজন- কাঁচা ডালপালা সহ ১০ (দশ) কেজি, মূল্য অনুমান- ২০,০০০/- টাকা। সহ আসামী CS8YJ) শ্রী সঞ্জয় কুমার (৩০), পিতা- মৃত বলরাম চন্দ্র স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর (পূর্বপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করে। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।