লালপুর থানা পুলিশ কর্তৃক ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানর অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে লালপুর থানার এসআই ফজলুল হক, এএসআই মোঃ শাহ আলম, এএসআই মোঃ মুক্তার হোসেন ইং 28/09/2020 তারিখ লালপুর থানাধীন চকনাজিরপুর পূর্বপাড়া গ্রামস্থ আসামী শ্রী সঞ্জয় কুমার (৩০), পিতা- মৃত বলরাম চন্দ্র এর বসত বাড়ী সংলগ্ন উত্তরে লেবু বাগানের মধ্যে হইতে কথিত ০১ (এক) টি কাঁচা গাঁজার গাছ, যাহার উচ্চতা ১০ (দশ) ফুট, ওজন- কাঁচা ডালপালা সহ ১০ (দশ) কেজি, মূল্য অনুমান- ২০,০০০/- টাকা। সহ আসামী CS8YJ) শ্রী সঞ্জয় কুমার (৩০), পিতা- মৃত বলরাম চন্দ্র স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর (পূর্বপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করে। এই সংক্রান্তে লালপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage